বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, 12:05 PM
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, 12:05 PM
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
নতুন মার্কিন অর্থনৈতিক তথ্য এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জোরদার হওয়ার ফলে বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। একই সঙ্গে ডলারের ওপর চাপ পড়ায় স্বর্ণের দাম আরও বাড়তে সহায়ক হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১৬১ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৪ নভেম্বরের পর থেকে সর্বোচ্চ। তবে ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ১৫৯ ডলারে পৌঁছেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ডিসেম্বরে সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরদার হচ্ছে। ফেড কর্মকর্তাদের মন্তব্য এবং সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য স্বর্ণের দাম বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ মার্কিন অর্থনীতির তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে খুচরা বিক্রয় প্রত্যাশার চেয়ে কম বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে উৎপাদক মূল্যসূচক আগস্টের মতো ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এই তথ্যের প্রেক্ষিতে বিনিয়োগকারীরা আশা করছেন, ফেডের পরবর্তী পদক্ষেপ স্বর্ণের পক্ষে সহায়ক হবে। ডলারের দাম এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, পরবর্তী ফেড চেয়ারের জন্য নীতি আরও নরম হতে পারে, যা অন্যান্য মুদ্রার জন্য স্বর্ণের দামকে তুলনামূলকভাবে কম ব্যয়বহুল করে তুলেছে। এর প্রভাবেই ১০-বছরের ট্রেজারি ইল্ড বেঞ্চমার্ক এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ফেডের সুদের হার পরিচালনার পদ্ধতি এখনও জটিল এবং এটি সরলীকৃত হওয়া উচিত। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা বর্তমানে ৮৪ শতাংশে পৌঁছেছে, যা গত সপ্তাহে ৫০ শতাংশ ছিল। কম সুদের হারের পরিবেশে স্বর্ণ, একটি অ-ফলনশীল সম্পদ, ভালো পারফর্ম করে। মার্কিন সাপ্তাহিক বেকারত্বের প্রতিবেদন বুধবার প্রকাশিত হবে। অন্যদিকে, অক্টোবরে হংকংয়ের মাধ্যমে চীনের নেট স্বর্ণ আমদানি সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৬৪ শতাংশ কমেছে। এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে। অন্যদিকে, বিশ্ববাজারে রুপা বাদে অন্যান্য ধাতুর দামে পতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৫৫০ দশমিক ৪০ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯০ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে।