‘না’ ভোটের প্রচারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, 3:03 PM
 
                            নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, 3:03 PM
 
                        ‘না’ ভোটের প্রচারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: জামায়াত
সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট নিয়ে ‘না’ বোধক প্রচারণার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নভেম্বরে গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন। জামায়াতসহ ৮টি দলের প্রতিনিধিরা আলাদা আলাদাভাবে স্মারকলিপি দেন। জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদের টেকসই আইনিভিত্তির লক্ষ্যে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় ‘না’ লিখে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, জনগণ তাদের প্রত্যাখ্যান  করবে৷ এ সময় সংশোধিত আরপিও হুবহু বহাল রাখারও দাবি জানান তিনি। বলেন, নতুন কোনো সংশোধনী ছাড়াই আগামী জাতীয় নির্বাচন করতে হবে। আর নির্বাচন উৎসবমুখর করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। 
 
                             
                                 
                                             
                                             
                                             
                                            