ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে : উপদেষ্টা আসিফ গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে: আলী রীয়াজ খালেদা জিয়াকে সাজা দেয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বাংলাদেশ একটা দুর্ঘটনার ‘ডিপো’: স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যসহ আহত ২০ পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩ এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

‘আমার কি নিজের কোনও যোগ্যতা নেই’

#

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৪,  11:53 AM

news image

খুব ছোট বয়সে টলিউডে পা রেখেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সাফল্যও পেয়েছেন তিনি। তবে বরাবরই ট্রোলারদের নিশানায় থাকেন তিনি। তার অভিনীত ছবির থেকে বেশি চর্চায় আসে একাধিক বিয়ে, ডিভোর্স, প্রেম-চর্চা! বর্তমানে শ্রাবন্তীর নাম জড়ানো হয় দুই পুরুষের সঙ্গে। একজন দেবী চৌধুরানী পরিচালক শুভজিৎ মিত্র, অন্যজন অভিনেতা জিতু কমল। ২০২৩ সালে জিতু কমল আর নবনীতা দাস তাদের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। প্রায় ৪ বছরের সফল বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায়, মাথা ঘুরে গিয়েছিল অনেকেরই। নবনীতাই আলাদা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন। আর সেই পোস্টেই অনেকে মন্তব্য করতে থাকেন, জিতু কমল নাকি প্রেম করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নবনীতার। পিছনে ছিল ‘আমি আমার মতো’ আর ‘বাবুসোনা’ ছবিতে তাদের কাজ একসঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়,সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে ‘জিতুর সঙ্গে প্রেম’ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। অভিনেত্রী জানান, ‘আমি নিজেই অবাক হচ্ছি এই নামটা শুনে। আরও কতজনের নাম জুড়ে দেওয়া হয়েছে আমার সঙ্গে। লোকে আসলে আমাকে নিয়ে কত কিছুই ভাবে। কিন্তু, আমি জানি সত্যি কী! আমার প্রেম আর ভালোবাসা, সবই অভিনয়কে ঘিরে।’ এরপর নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করলেন তিনি।  এর আগে শুভ্রজিৎ মিত্রের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, ‘ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনও যোগ্যতা নেই? খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও, এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়। পরিচালক হিসেবে শুভ্রজিৎদাকে আমি সম্মান করি। উনি আমার থেকে অনেক বড়। আমাকে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উনি দিয়েছেন (দেবী চৌধুরানীতে নাম ভূমিকা) বলে আমি ওর কাছে কৃতজ্ঞ।’ উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে করেন এবং বিয়ের ৮ বছর পর ডিভোর্স হয়ে যায় দুজনের। সেই বিয়ে থেকেই জন্ম ছেলে ঝিনুকের। এরপর ২ বছর প্রেমের পর ২০১৭ সালে গলায় মালা দেন মডেল কৃষাণ ব্রজের। তবে সেই বিয়ের মেয়াদ ছিল বছর দেড়েক। এরপর বিয়ে করেন জিম প্রশিক্ষক রোশন সিং-এর সঙ্গে। এবারে বছর গড়ানোর আগেই অশান্তি। আপাতত আদালতে ডিভোর্সের মামলা। অভিনেত্রী মাসে ৭ লাখ খোরপোশ চেয়েছেন তৃতীয় স্বামীর থেকে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম