ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি মুস্তাফিজের জোড়া আঘাতে ব্যাকফুটে নিউজিল্যান্ড মহাসাগর নদী রক্ষায় বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত, পায়ের রগ কর্তন কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু বাজেট সংকটে নির্বাচনে পূর্ণাঙ্গ পর্বেক্ষক পাঠাচ্ছে না ইইউ: ইসি সচিব ৪৫তম বিসিএস : লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি বৃষ্টিতে খেলা বন্ধ ইইউ’তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে কেন

৫৫ কেজি সোনা চুরি : কাস্টমসের ৩ কর্মকর্তা ফের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  4:01 PM

news image

কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কর্মকর্তাকে ফেরত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড যাওয়া আসামিরা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও নিয়ামত হাওলাদার। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর থানার থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে আট আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও নিয়ামত হাওলাদারকে আবার সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপর পাঁচ আসামি কারাগারে আটক রাখার আবেদন করেন একই তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট বেগম শান্তা আক্তার তিন জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন, আকরাম শেখ, মাসুম রানা, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম সিপাহী মো. আফজাল হোসেন, ও আফজাল হোসেন। গত ১৩ সেপ্টেম্বর ৮ জনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। ওইদিন সকালে কাস্টমসের আটজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব স্বর্ণ উধাওয়ের বিষয়টি ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মূলত যে স্বর্ণ যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এতো পরিমাণ স্বর্ণ উধাও হলো সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ওই ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন মামলাটি দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম