ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পেট্রোবাংলায় তিতাস গ্যাস কর্মীদের হামলা-ভাঙচুর ৩৪ জেলায় নতুন ডিসি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং বাংলাদেশ-ভারতের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো: অর্থ উপদেষ্টা নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু শেখ হাসিনাসহ সাবেক ৬ মন্ত্রীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প আবু সাঈদ হত্যা: গ্রেপ্তার দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে স্বাভাবিক হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চল, খুলছে কারখানা গাজার তাঁবু শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৪০

২০ হাজারে পৌঁছতে পারে লিবিয়ায় মৃতের সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  10:41 AM

news image

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ঝড়ের পর প্রবল ওই বৃষ্টিতে বাঁধ ভেঙে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে দেশটির পূর্বাঞ্চলীয় দারনা শহর।  কোনো কিছু বুঝে উঠার আগেই বাঁধ ভেঙে শহরে ঢুকে পড়া পানিতে ভেসে যান অনেকে। এখন সেসব মানুষের আত্মীয়-স্বজনরা তাদের লাশ খুঁজে বেড়াচ্ছেন। পঁচন ধরতে যাওয়া এসব লাশের জন্য বডি ব্যাগ দেওয়ার আকুতি জানাচ্ছেন তারা। রবিবার রাতে লিবিয়ায় দারনায় সৃষ্ট হওয়া ভয়াবহ এই বন্যায় এরই মধ্যে প্রায় সাড় ৫ হাজার মানুষের মৃত্যুর বিষয়ে খবর পাওয়া গেছে। বলা হচ্ছে এই সংখ্যা অনেক বাড়বে। বন্যায় বিপর্যস্ত দারনার মেয়র আব্দুলমেনাম আল-ঘাইতি এক সাক্ষাৎকারে বলেছেন, সুনামি সদৃশ এ বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটির উপর ভিত্তি করে তারা ধারণা করছেন, মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজার হতে পারে। একটি ঝড়ের কারণে, দারনায় যে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তা কেউ ভাবেননি। শহরটির বাসিন্দা আব্দুলকারিম সাংবাদিক মোতাজ আলীকে ত্রিপোলি থেকে জানিয়েছেন, এই ভয়াবহ বন্যায় তিনি তার মা ও ভাইকে হারিয়েছেন। তিনি জানিয়েছেন, তার মা প্রথমে বাড়ি থেকে বের হতে চাননি। কারণ অন্য সবার মতো তিনিও ভেবেছিলেন, এটি সাধারণ একটি ঝড় ও বৃষ্টি। কিন্তু যখন বাঁধ ভেঙে শহরে পানি চলে আসে তখন নিরাপদ আশ্রয়ে চলে যেতে ছেলেকে নিয়ে রাস্তায় নেমে আসেন তিনি। ঠিক তখনই বন্যার পানিতে তারা দুজনই ভেসে যান।   মাবরুকা এলমেসমারি নামের এক সাংবাদিক, যিনি গত মঙ্গলবার দারনা থেকে কোনো মতে পালিয়ে আসতে পেরেছেন, তিনি জানিয়েছেন, শহরটির অবস্থা বেশ খারাপ। অনেক মানুষ দারনা ছাড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না। কারণ বন্যায় শহর থেকে বের হওয়ার রাস্তাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম