ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কলারোয়ায় মাছ চুরি করতে নিষেধ করায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষরা চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরেই শায়িত হলেন ফরিদা পারভীন ফরিদপুরে উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর-আগুন পুলিশের বড় পদে রদবদল ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চার জনের মৃত্যু বিজিবির জরুরি বার্তা জামায়াতে ইসলামীর ৩ দিনের কর্মসূচি ঘোষণা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  3:54 PM

news image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে চন্দনাইশ উপজেলার হাসানদণ্ডি পাঠানপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফাতেমা বেগম (৭৫), শামিমা আক্তার (৪৫) ও মো. শরিফ (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদের আপন ভাগ্নি। শামিমা আক্তার তার ভাগ্নির ছেলের বউ। আর মো. শরিফ ময়মনসিংহ জেলার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। আহতরা হলেন— অটোরিকশা চালক মাহবুবসহ পলাশ, রহিম, সাজিদ ও হামিম। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের বাসটির সঙ্গে দুটি সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম