NL24 News
২০ জানুয়ারি, ২০২৬, 10:33 PM
হেমায়েতপুর কাঁচা বাজার থেকে ৩ জুয়ারী ও চাঁদাবাজ গ্রেপ্তার
ফয়জুল ইসলামঃ সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় অবৈধ জুয়ারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, দুপুরে হেমায়েতপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় টহলরত সেনাসদস্যরা কয়েকজন ব্যক্তির চলাফেরায় সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। পরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় অবৈধ জুয়ার আসর পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে জুয়ার সঙ্গে যুক্ত করত এবং পরবর্তীতে কৌশলে তাদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিত। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা চাঁদাবাজির কার্যক্রমেও জড়িত ছিল।
অভিযানকালে সেনাবাহিনী আটককৃতদের কাছ থেকে ভুয়া পুরস্কারের বিভিন্ন সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার তৈরি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত নিজেদের জিম্মায় নেয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে অবৈধ জুয়া, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জুয়া ও চাঁদাবাজির অভিযোগ ছিল। তাদের কারণে বাজার এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ মানুষ ভীতির মধ্যে দিনযাপন করছিল। এলাকাবাসীরা সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে হেমায়েতপুর কাঁচা বাজারসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়ারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় জব্দকৃত জুয়ার উপকরণসহ আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।