নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, 11:08 AM
দোকান বন্ধ করে বাসায় ফেরা হলো না ব্যবসায়ীর
ঢাকার যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ২১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। নিহতের ছোট ভাই মো. ফজলুল হক জানান, তার ভাই একজন ব্যবসায়ী। মীর হাজীরবাগ এলাকায় তার একটি ব্যাগের দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মীর হাজীরবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তারা মরদেহটি গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।