ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
৩ ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে বড়দিন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি প্রধান সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেলেন রুশমী আক্তার ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএল চ্যাম্পিয়ন রংপুর আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রেলের নানা রকম সংকট আছে: রেল উপদেষ্টা রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত এক্সিম ব্যাংকের শীতের সকালে করলার রস কেন খাবেন

হত্যা মামলার আসামি হলেন সাবেক মেয়র আইভী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:48 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত পোশাক কারখানার শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের সাবেক চারজন সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু ও কায়সার হাসনাতসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিন নগর পাওয়ার হাউজের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে থাকে চারদিকে।

সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুলকে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনারুলকে হত্যার সঙ্গে এজহারে উল্লিখিত আসামিরা জড়িত। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক জানান, আন্দোলনে সিদ্ধিরগঞ্জে নিহত সৈয়দ মোস্তফা কামাল রাজুর মৃত্যুর ঘটনাতে একই দিন আরও একটি মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। হত্যা মামলাটি করেছেন নিহতের স্ত্রী আকলিমা বেগম। তিনি মামলার এজহারে অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজুকে গুলি করে হত্যা করে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় এ নিয়ে ৩২ টি মামলা দায়ের করা হলো। এবার কোনো মামলার আসামি হলেন সদ্য বিদায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী৷ উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে হামলা ও গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এ পর্যন্ত নারায়ণগঞ্জে ৩২টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানায় এই দুটি মামলা ছাড়াও এর আগে আরও নয়টি, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুইটি, ফতুল্লা থানায় আটটি,সোনারগাঁও থানায় চারটি, আড়াইহাজার থানায় চারটি ও রূপগঞ্জ থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম