ঢাকা ২৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

হটাও গুজব একটি সাহসী নির্মাণ: অধ্যাপক বদিউর রহমান

#

বিনোদন প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  2:59 PM

news image

বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সাম্প্রদায়িকতা বিরোধী চলচ্চিত্র হটাও গুজব একটি সাহসী নির্মাণ বলে জানালেন উক্ত চলচ্চিত্রের শুভ মহরতের প্রধান অতিথি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান। সোমবার বিকেলে তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে  দৈনিক মুক্তখবরের সাংবাদিক মোঃ শাহীনুর ইসলাম  ধ্রুব নয়নের সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হটাও গুজব-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। এসময়, প্রধান অতিথির দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন। দূর্জয় বাংলা নিবেদিত, জান্নাত আলো কথাচিত্রের ব্যানারে ও ধ্রুব আলো মাল্টিমিডিয়ার প্রযোজনায় হটাও গুজব চলচ্চিত্রটির পরিচালনা করছেন সাংবাদিক মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন, যুগান্তরের সাংবাদিক একে সালমান প্রধান সহকারী পরিচালক হিসেবে থাকছেন এবং নির্দেশনায় রয়েছেন দূর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও ভয়েস স্পীকার তৈমুর মল্লিক ভূঁইয়া। সাম্প্রদায়িকতা বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হটাও গুজবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মোহনা হুসাইন বীণা ও অন্যান্য চরিত্রে উজ্জ্বল লস্কর, এ এইচ তুফান, প্রদীপ পিটার কোরাইয়া, ভোলানাথ, আব্দুর রব হাওলাদার, রাজীব, মান্না শাহ, হাবীব, ইমরান তালুকদার, রাশেদ, ফকির নিজাম, মনির, অর্ণব, এনামুল, রাজু আহমেদ প্রমুখ। চলচ্চিত্রটির পরিচালক ও ধ্রুব আলো মাল্টিমিডিয়ার কর্ণধার ধ্রুব নয়ন বলেন, আনুষ্ঠানিকভাবে শুভ মহরত সম্পূর্ণ হলো। শীঘ্রই রাজধানী ঢাকা সহ সাভারের বেশ কয়েকটি লোকেশনে হটাও গুজবের দৃশ্যধারণ করা হবে। হটাও গুজব একটি সুস্থ্য, সুন্দর, সাবলীল ও সামাজিক ধারার  নির্মাণ হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই মূলতঃ নির্মানে আসা।  গুজবের ফলে সমাজ ও রাষ্ট্র যে হুমকির মুখে সম্মুখীন হয় বা হচ্ছে কিংবা অনেক সময় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে সে সব ঘটনার প্রেক্ষিতেই গুজবের বিরুদ্ধে  সামাজিক ভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  হটাও গুজব নির্মিত হচ্ছে। এসময় তিনি গুজব না ছড়ানোরও আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম