ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন

স্বাধীনতার ৫০ বছর: কুয়াকাটায় মহোৎসব

#

জহিরুল ইসলাম

১৬ ডিসেম্বর, ২০২১,  7:14 PM

news image

আজ ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ। ২০২১ সালে স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধে বিজয় অর্জনের ৫০ বছর পূর্ণ হয়। তাই স্বাধীনতার ৫০তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালকে "সুবর্ণজয়ন্তী" হিসাবে পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী কুয়াকাটায় উদযাপিত হয়েছে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনদের সংবর্ধনা, আনন্দ র‍্যালি,

আলোচনা সভা, স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান ও আবৃত্তি সহ নানান আয়োজন। বৃহস্পতিবার ভোরে ১৬ ডিসেম্বর কুয়াকাটা মুক্তযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পঅর্পণের মধ্য দিয়ে শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে পৌর কর্তৃপক্ষ ও পৌর আওয়ামী লীগের সৌজন্যে পৃথক দুটি বিজয় আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগ সভাপতি বারেক মোল্লা, কুয়াকাটার সম্মানিত মুক্তিযোদ্ধারা, প্যানেল মেয়র মনির শরীফ সহ অন্যান্য কাউন্সেলর এবং আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা। র‍্যালি শেষে বঙ্গবন্ধু এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মোনাজাত করা হয়। অন্যদিকে বিজয়ের ৫০ বছর উপলক্ষে পর্যটকদের বিনোদনের জন্য জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এর আগে, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা আঃ ছত্তার ফরাজী এবং বীরমুক্তিযোদ্ধা আবদুস ছালাম কাজীর হাতে সম্মাননা স্মারক তুলেদেন লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ নজরুল ইসলাম এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহাবুব আলম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষীকা ও ছাত্র-ছাত্রী সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম