ঢাকা ২৭ জুলাই, ২০২৪
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার ভিটামিন ‘সি’ সমৃদ্ধ পেয়ারার স্বাস্থ্য উপকারিতা ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি রাজধানীতে সহিংসতা-নাশকতার অভিযোগে ২০১ মামলা, গ্রেপ্তার ২২০৯ স্থগিত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্টের পর ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল হক মারা গেছেন মির্জা ফখরুল মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছেন: ওবায়দুল কাদের

সুষ্ঠু ভোট হচ্ছে, কোনো অনিয়ম হলে ব্যবস্থা: ইসি আলমগীর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  1:19 PM

news image

গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে গাজীপুর সিটি নির্বাচন পর্যবেক্ষন কালে এমনটি জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।  তিনি আরও বলেন, মোট ৪ হাজার ৪শ ৩৫ টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিকভাবে এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের পরিবেশ ভালো। শৃঙ্খলার সঙ্গে ভোট চলছে। কোথাও বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।  এছাড়াও ১৮ টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ৪৬৬ টি সিসি ক্যামেরায় ৪৬৬ টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করছে ইসি। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেট হয়ে ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে।  অনিয়মের অভিযোগে কোনো গ্রেপ্তার আছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, সম্ভবত দুই-চারটি গ্রেপ্তারের খবর আমরা পাব। আমরা এসব বিষয় আপনাদের জানাব। মেয়র প্রার্থী জায়েদার এজেন্টদের অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব। তারপরও আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। কোনো এজেন্ট না এলে আমাদের তো কিছু করার থাকে না। ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদী তিনি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে সবগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বড় পর্দায় ভোটের পরিস্থিতি দেখছেন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম