ঢাকা ২০ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
১৪ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি জমি নিয়ে হয়রানি থামাতে সরকারের বিশেষ উদ্যোগ জন্মদিনে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান আধিপত্যের দ্বন্দ্ব ও বড় অঙ্কের অর্থ লেনদেনে খুন আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর তেঁতুলিয়ায় বেড়েছে শীতের আমেজ, তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি আজ থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত জাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক

সিএনজিচালিত পরিবহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২১,  8:29 PM

news image

ডিজেল চালিত বাসের ভাড়া বাড়লেও সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়েনি। ফলে তাদেরকে আগের ভাড়া আদায় করতে হবে। কোনোভাবেই সিএনজিচালিত পরিবহন নতুন ভাড়া আদায় করতে পারবে না। নিয়ম ভঙ্গ করে যদি কেউ বাড়তি ভাড়া আদায় করে তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।মঙ্গলবার (৯ নভেম্বর) সমিতির সকল জেলা শাখা ইউনিটকে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, যেহেতু সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়নি, সেহেতু তারা নতুন ভাড়া আদায় করতে পারবে না। যদি করে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। কয়েকটি রুটে বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়া যেন অতিরিক্ত আদায় করা না হয় সেজন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট মালিক ও নেতাদের রাস্তায় থেকে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে ৭ নভেম্বর (রোববার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ করে। দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ ও মহানগর এলাকার বাসভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করে নির্ধারণ করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম