ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

সাত নবজাতককে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করেন ব্রিটিশ নার্স

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  11:26 AM

news image

ব্রিটেনের এক নার্স মেতে উঠেছিলেন নৃশংস এক খেলায়। নবজাতক শিশুদের বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে হত্যা করতেন তিনি। তার বিরুদ্ধে সাত নবজাতক হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, আরও কয়েকটি শিশুকে হত্যার চেষ্টা করেছিলেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মামলার অভিযোগে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেশায়ার শহরের কাউন্টেস অব চেস্টার হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন ৩২ বছরের লুসি লেটবি। গত এক বছর ধরে তিনি নৃশংস হত্যাকাণ্ডগুলো চালিয়ে গেছেন। এই সময়ের মধ্যে অন্তত সাত শিশুকে হত্যা করেছেন তিনি। বিষভরা ইঞ্জেকশন ব্যবহার করে তিনি এসব হত্যাকাণ্ড চালিয়েছে।

আরও ১০ জন সদ্যোজাত শিশুকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন ওই নার্স। এ পর্যন্ত পাঁচজন শিশুপুত্র ও দুইজন শিশুকন্যাকে হত্যার অভিযোগ আনা হয়েছে লুসি লেটবির বিরুদ্ধে। পুলিশ সূত্র জানায়, কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নিও-নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে পরপর নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই এর কোনো কূলকিনারা করতে পারছিল না।  পরে বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে পুলিশ জানায়, হাসপাতালের কেউ একজন ইচ্ছাকৃতভাবে শিশুদের ওপর বিষ প্রয়োগ করছে। এর পরই সন্দেহভাজন হিসেবে লুসি লেটবির নাম সামনে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেশিরভাগ সময় রাতের শিফটে ডিউটি নিতেন লুসি। তদন্তে দেখা গেছে, ইনসুলিনের সঙ্গে বিষ মিশিয়ে অথবা দুধ ও বাতাস ভরা ইঞ্জেকশন ওই শিশুদের পুশ করা হতো। এর জেরেই মারা গেছে শিশুগুলো। এমনকি একটি শিশু জন্মের সময় একেবারে সুস্থ থাকলেও, লুসি তার দায়িত্ব নেওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে ওই শিশুর মৃত্যু হয়। পরের রাতেই একই ঘটনা ঘটছিল। তবে শেষ মুহূর্তে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে বাঁচাতে সক্ষম হন। লুসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একই দিনে একই শিশুকে দুই বার হত্যার চেষ্টাও করেছেন তিনি। এখন লুসির বিরুদ্ধে মামলার শুনানি চলছে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে। তবে আদালতে দাখিল করা তথ্য অনুযায়ী, লুসি মাত্র একটি শিশুপুত্রকে ইনসুলিন দিয়ে হত্যা করেছিল।  যদিও নিজেকে নির্দোষ দাবি করে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লুসি। তিনি মানসিক বিকারগ্রস্ত কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম