ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা ভারত-বাংলাদেশ উত্তেজনা প্রসঙ্গে যা বললেন রাশিয়ার রাষ্ট্রদূত ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী: সিইসি হাদি হত্যার বিচারে ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব মঞ্চের সাবেক সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ আর নেই এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেবকে প্রকাশ্যে গুলি বন টমেটো প্রকৃতির এক অমূল্য ভেষজ রত্ন সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত

সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  12:07 PM

news image

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক এ আইজিপির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আপিল আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হচ্ছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন বহুল আলোচিত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন। শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিয়েছেন। তারা যেসব অপরাধ করেছেন, তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল। বহুল আলোচিত এ মামলার রায়ের পর এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে ইতোমধ্যে আপিল করেছে প্রসিকিউশন। আর ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম