ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

সাকিবের বিজ্ঞাপন শুটিং, বরিশালকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:52 AM

news image

বিপিএলের ফাইনাল ম্যাচের আগের দিনে আনুষ্ঠানিক ফটোসেশন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান বাদ দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিজ্ঞাপন শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় সাকিবের দল ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি। শুক্রবার ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, সাকিব জৈব সুরক্ষা বলয় ভেঙেছে। এর আগে গতকাল বিপিএলের ফাইনালের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসার কথা ছিল ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের। তবে তার বদলে এসেছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান।

ফরচুন বরিশালের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, সাকিব পেটের পীড়ায় ভুগছেন।  তবে খোঁজ নিয়ে জানা যায়, মূলত মাঠে না এসে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন সাকিব। পরে অবশ্য বিসিবির কোভিড প্রটোকল মেনে করোনা পরীক্ষা করিয়েছেন তিনি, নেগেটিভ আসার পরই আজ ফাইনালে খেলেছেন। ফাইনালে ১ রানে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছে তার দল। এদিকে ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটায় ছাড় দেইনি। এবার দায়িত্ব ছিল ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবির অধীনে আমরা কোনো ছাড় দেইনি। এরই মধ্যে বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’ সাকিব আল হাসানকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন নাজমুল বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করবে। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম