ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি যেন মানিকগঞ্জের রিতা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী

সরকার প্রাথমিক স্বাস্থ্য সেবার ওপর জোর দিচ্ছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  3:42 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি নির্ধারণ করবে সরকার। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চিকিৎসা সেবার মানের ওপর হাসপাতালগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরি করা হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, হাসপাতালের চিকিৎসা সেবার মানের ওপর ক্যাটাগরি করা হবে। দেশের বেসরকারি খাতের ৫ তারকা হোটেলগুলোও থাকবে ক্যাটাগরির আওতায়। যে হাসপাতালগুলো চিকিৎসা দিতে পারবে, সেটা বলে দেওয়া হবে। এর বাইরে তারা চিকিৎসা দিতে পারবে না। প্রত্যেক হাসপাতালের চিকিৎসা ব্যয় যাতে একেক রকম না হয়, তার জন্য এসব নিয়ম করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্য সেবার ওপর জোর দিচ্ছে। তবে প্রাইমারি সেবার নামে গ্রামে গ্রামে যাতে যত্রতত্র ক্লিনিক, হাসপাতাল গড়ে না উঠে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম