ঢাকা ০২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সাভারে উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাককে নারায়নগঞ্জে বদলি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন এলপিজির নতুন দর ঘোষণা মঙ্গলবার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬১০ মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট ভোটার নন তারেক রহমান, নির্বাচন করতে পারবেন কমিশনের সিদ্ধান্তে' এনআইডির ৭ সেবা স্থগিত, সুযোগ থাকছে ৫ পরিবর্তনের স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে: ডিএমটিসিএলের এমডি নির্বাচনের ব্যাপারে এবার স্পষ্ট বার্তা দিলেন প্রেস সচিব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬১০

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  4:37 PM

news image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬১০ জন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ১২ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৬১৮ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন মোট ৩৮৪ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন। এছাড়া বরিশাল বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম