সম্মেলনের দিনে বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ কাদেরের
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২২, 2:10 PM
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২২, 2:10 PM
সম্মেলনের দিনে বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ কাদেরের
আওয়ামী লীগের সম্মেলনের দিন ঢাকায় বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ অনুরোধ করেন। ওবায়দুল কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের দিন। বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি সেদিন ঢাকা মহানগরীতে না করার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, বিএনপি সমাবেশের নামে অরাজকতা করতে চেয়েছিল বলে ১০ তারিখে তাদের গণসমাবেশ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপির টার্গেট ব্যর্থ হয়েছে। ১০ তারিখ তারা সরকারকে লাল কার্ড দেখাতে চেয়েছিল, জনগণই তাদেরকে লালকার্ড দেখিয়ে দিয়েছেন। বিএনপি বেপরোয়া হয়ে গেছে, তাদের দলের নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজের দলে গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে। বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানায় না। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সম্মেলনের প্রস্তুতি হবে খুবই সাধারণ, তবে উপস্থিতি হবে বিশাল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশেই আমরা চলবো। আর সেভাবেই আমরা আয়োজন সম্পন্ন করবো।