ঢাকা ২৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সবার আগে বাংলাদেশ মেট্রোরেলের কার্ড অনলাইনে রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম ব্রুনেইয়ের জালে ৮ গোল দিল বাংলাদেশ অভিনেতা ধর্মেন্দ্র আর নেই নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা ঢাবি অধ্যাপক হাফিজুর রহমানের কারামুক্তিতে বাধা নেই যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, সেই আইনের অবসান চাই: অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৫,  10:58 AM

news image

মানবতাবিরোধী অপরাধ

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আজ রায়ের দিন ধার্য করা হবে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানিয়েছেন, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করা হবে। মামলার অপর দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। প্রসিকিউশন মনে করে, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ‘ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার’ (সত্য ও পূর্ণ প্রকাশ) হয়েছে। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কোনো আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। যুক্তিতর্ক চলাকালে ট্রাইব্যুনাল নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল, ততক্ষণ পর্যন্ত আন্দোলন বৈধ ছিল। তবে সরকার পতনের একদফা আন্দোলন ছিল অবৈধ। আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালাস চেয়েছেন। এদিকে, যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য হওয়ার অপেক্ষায়। আজ বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করা হবে বলে প্রসিকিউটর জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম