শিক্ষককে পিটিয়ে হত্যা : পাঁচ দিন পর খুলেছে হাজী ইউনুস আলী কলেজ
নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই, ২০২২, 11:54 AM
নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই, ২০২২, 11:54 AM
শিক্ষককে পিটিয়ে হত্যা : পাঁচ দিন পর খুলেছে হাজী ইউনুস আলী কলেজ
শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার পাঁচ দিন পর অর্থাৎ ছয় দিনের মাথায় শনিবার (২ জুলাই) খুলেছে ঢাকার সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ। স্থানীয় প্রশাসনের নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতে স্কুলে আসেন শিক্ষার্থী ও শিক্ষকরা। ভোর থেকেই যথা নিয়মে শুরু হয় শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা। গত ২৫ জুন চিত্রশাইলে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল আহসান জিতু স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে মাথায় আঘাত করে এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকে ওই শিক্ষার্থী।
গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ জুন) ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল সরকার। এর পর থেকেই কলেজটিতে চাপা আতঙ্ক বিরাজ করছিল। শুক্রবার (১ জুলাই) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী কলেজ প্রাঙ্গণে নিহত শিক্ষক উৎপল কুমার সরকার স্মরণে শোক সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই নিহত শিক্ষককে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে শুরু হয় আলোচনা সভা। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্লাসে ফিরতে পারে এ জন্য সার্বিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন। এ সময় কলেজ অধ্যক্ষ শিক্ষক উৎপলের শোককে শক্তিতে রূপান্তর করে আবারও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। শিক্ষক হত্যার ঘটনায় মঙ্গলবার (২৮ জুন) রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে আটক করে পুলিশ। রাতেই আশুলিয়া থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়। পরে আদালতে নেয়া হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বুধবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর থেকে জিতুকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জিতুরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।