ঢাকা ০২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক: ইইউ রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ও সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ চবি ক্যাম্পাসে মদ তৈরির গোপন কারখানা, আটক ২ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ আকাশে ইতিহাস গড়লো তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান সকালের নতুন অভ্যাস বদলাতে পারে পুরো দিন আন্দোলনরত শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা মুনাফার পরও জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি গুমের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি

চবি ক্যাম্পাসে মদ তৈরির গোপন কারখানা, আটক ২

#

০২ ডিসেম্বর, ২০২৫,  1:11 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের পেছনের গ্রীনহাউস এলাকায় একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। তবে জিজ্ঞাসাবাদের পর রাতেই একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে সুমন চাকমা ও তার সহযোগী নারীকে আটক করা হয়। জানা যায়, সুমন চাকমা প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের লিজকৃত বখতিয়ার ফকিরের জমিতে বসবাস ও চাষাবাদ করছিলেন। একটি ছোট টিনের ঘরে দীর্ঘদিন ধরে তিনি মদ তৈরি করতেন। অভিযানের সময় ঘরে থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত গরম মদ, ৫ লিটার ডেক্সি, ডেলিভারির জন্য প্রস্তুত বোতলসহ মদ তৈরির বিভিন্ন উপকরণ। এছাড়া মদ বিক্রির হিসাব সংবলিত নোটবুকও জব্দ করা হয়েছে। সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে মদ ব্যবসা পরিচালনার ঘটনায় লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুমতিহীনভাবে গাছ কাটার অভিযোগেও সুমনকে আর্থিক জরিমানা করা হবে। অভিযোগ রয়েছে, সুমন চাকমা শুধু মদ ব্যবসা নয়, দেশের জঙ্গল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বন্য শুকর, হরিণ ও বন্য মুরগিসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করতেন এবং এর মাংস বিক্রি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর কাছ থেকেও মদ ক্রয় করা হতো। অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল সহায়তা করে। পরে থানা পুলিশ আলামত সংগ্রহ করে। সুমন চাকমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম