শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন পর্ন তারকা!
৩১ মার্চ, ২০২২, 12:44 PM

NL24 News
৩১ মার্চ, ২০২২, 12:44 PM

শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন পর্ন তারকা!
আইপিএলে উড়ন্ত সূচনা পেয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। গুজরাট টাইটান্সের হয়ে আসর শুরুর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে প্রথম বলেই উইকেট তুলে নেন শামি। শুধু তাই নয়, ম্যাচজুড়ে বল হাতে দারুণ দাপট দেখিয়ে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। এদিকে স্বাভাবিকভাবেই শামির প্রশংসায় মেতেছেন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সমর্থকরাও। নতুন বলে তার দাপুটে বোলিংয়ের কথা এখন মুখে মুখে। শামি ভক্তদের তালিকায় এবার নাম লেখালেন মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্টও। নিজেকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সমর্থক দাবি করা এই পর্ন অভিনেত্রী এবার মজেছেন শামির দুরন্ত বোলিংয়ে। নিজের টুইটার অ্যাকাউন্টে পর্নস্টার বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোহাম্মদ শামি।’ সঙ্গে লাভ ইমোজি। ব্যাস, ওইটুকুই যথেষ্ট ছিল। টুইটটি ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও বিভিন্ন রকম মন্তব্য করছেন তাতে। অনেকে দুইয়ে দুইয়ে চার করে নেন। বলেন, শামির প্রেমে পড়েছেন কেন্দ্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইপিএল টার্গেট করে প্রথমেই সফল মোহাম্মদ শামি। প্রথম ম্যাচে খেলতে নেমেই নজরকাড়া পারফরম্যান্স। প্রথম বলেই লখনৌয়ের অধিনায়ক কে এল রাহুলকে সাজঘরে ফেরান। এ ছাড়া নিজের দ্বিতীয় ওভারে ফেরান দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি কককে। বাঁ-হাতি ডি ককের ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে বল ঢুকে মিডল স্টাম্পে আছড়ে পড়ে। এরপর নিজের শিকারে পরিণত করেন মনীশ পাণ্ডেকেও। শেষপর্যন্ত চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন শামি। দলও জেতে যায়। এদিকে ম্যাচশেষে শামি জানান, যখন তিন ওভারে তিন উইকেট নিয়েছিলেন, তখন তাকে দিয়ে চার ওভারই করিয়ে নিতে চেয়েছিলেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শামি তখন বলেছিলেন, ‘হার্দিক আমার থেকে জানতে চেয়েছিল, আমি চতুর্থ ওভার টানা বল করব কি না? আমি ওকে বলেছিলাম, শান্ত হও, এটা অনেক বড় ম্যাচ।’