শাবিপ্রবিতে চলমান আন্দোলনে তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২২, 3:52 PM

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২২, 3:52 PM

শাবিপ্রবিতে চলমান আন্দোলনে তদন্ত কমিটি গঠন
শাবিপ্রবিতে চলমান আন্দোলনে তদন্ত কমিটি গঠনশাবিপ্রবিতে চলমান আন্দোলনে তদন্ত কমিটি গঠন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার সকালে জানান তিনি। কোষাধ্যাক্ষ বলেন,
গতকাল রোববার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়। এতে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো রাশেদ তালুকদারকে সভাপতি ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিকে কমিটির সদস্য করা হয়েছে।