
NL24 News
১৮ সেপ্টেম্বর, ২০২৫, 1:01 PM

র্যাব-১৩'র অভিযানে ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার
আবুল হোসেন বাবলুঃ র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল বুধবার ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত খানপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মাহবুবর রহমান (৩৭) এর বাড়িতে অভিযান চালায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে মাহবুবর রহমান পালিয়ে যায়। এ সময় মাহবুবর রহমানের ঘর তল্লাশী করে শোকেসের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিন দিয়ে মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ ০১টি ম্যাগাজিন এবং ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।