ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রায়গঞ্জ ও উল্লাপাড়ায় নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার বরগুনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী ১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের জন্য ‘প্যাক্টঅ্যাপ’ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে বাসে আগুন ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ

রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  4:43 PM

news image

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম (এডিশনাল সিএমএম) ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়া বলেন, আসামিরা নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় বাদীপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। নথি অনুযায়ী, গত ২১ জুন মীমাংসার নামে হাতিরঝিল এলাকায় এক বাসায় বাদী রিয়া মনির পরিবারকে ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন তাদের ওপর গালাগাল ও হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাদীর শরীরে আঘাত লাগে এবং তার গলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়। ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন। হিরো আলম পরবর্তীতে জামিন নেন, তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম