ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আল্লাহ-ই যথেষ্ট’, ভিডিও বার্তায় খামেনির কার্যালয় শেরপুরে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু রাজনৈতিক সহিংসতা ঘিরে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা সাময়িক বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সেবা পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ল স্বর্ণের দাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভাঙল সব রেকর্ড জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩৭ শিশু নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  11:53 AM

news image

ইউক্রেনে রুশ বাহিনীর দুই সপ্তাহের হামলায় এ পর্যন্ত ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। এছাড়া নিরাপদ আশ্রয়ের খোঁজে মাতৃভূমি ছেড়েছে ১০ লাখ শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক নাগরিক ও বেসামরিক বিভিন্ন অবকাঠামোতে অকল্পনীয় আক্রমণ চালিয়েছে। তারা হাসপাতাল, স্কুল ও পানি সরবরাহ কেন্দ্রেও হামলা চালাচ্ছে। অবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। ইউক্রেনের শিশুরা শান্তির খোঁজে ছুটছে বলেও মন্তব্য করেন ক্যাথরিন রাসেল। স্থানীয় সময় গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাজধানী কিয়েভসহ দেশটির তিন দিকের সীমান্ত অঞ্চল দিয়ে হামলা চালানো হয়। রাশিয়ার হামলার পর প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাতে শুরু করে ইউক্রেনের সাধারণ মানুষ। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার হিসাব অনুযায়ী- এ পর্যন্ত ২০ লাখের মানুষ ইউক্রেন ছেড়েছেন। এর মধ্যে অন্তত ১০ লাখ শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম