ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

রানির মৃত্যুতে ব্রিটিশ মুদ্রায় আসছে পরিবর্তন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  2:18 PM

news image

রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে মারা গেছেন। ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, তার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে উত্তরাধিকারীকে রাজসিংহাসনে বসতে হবে। সেই প্রথা মেনে শনিবার (১০ সেপ্টেম্বর) ব্রিটেনের পরবর্তী শাসক হিসেবে শপথ গ্রহণ করবেন প্রিন্স চার্লস।এরই সঙ্গে দেশটির মুদ্রায় রদবদল প্রক্রিয়া শুরু হবে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এখন ব্রিটিশ মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি সংযুক্ত হবে। তবে তা সময়সাপেক্ষ ব্যাপার। এর আগ পর্যন্ত  রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত কয়েন ও নোট প্রচলিত থাকবে। শিগগির সেগুলোর নতুন নকশা করবে ব্রিটেনেরে ব্যাংক ও পোস্ট অফিস। সেই সঙ্গে পুরোনো নোট-কয়েন জমা নেবে প্রতিষ্ঠানগুলো। কিন্তু এ প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লেগে যাবে। কারণ, ব্রিটেনে এখনও ২৯ বিলিয়ন আগের মুদ্রা রয়েছে। 

ফলে আরও বহু বছর রানি এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত মুদ্রা চালু থাকবে। এরপরই রাজা চার্লসের ছবি সংবলিত নোট ও কয়েন বাজারে ছাড়া হবে। ব্রিটিশ রাজ পরিবারের অফিসিয়াল ওয়েবসাইট রয়্যাল ডট ইউকে জানিয়েছে, রাজা দ্বিতীয় চার্লসের সময় থেকে ব্রিটেনে একটি প্রথা গড়ে উঠেছে। সেটি হলো মুদ্রার ওপর পূর্বসূরির বিপরীতে মুখ করে নতুন শাসকের প্রতিকৃতি থাকবে।  তবে রাজা অষ্টম এডওয়ার্ডের ক্ষেত্রে তা ব্যতিক্রম ছিল। মাত্র ১ বছরেরও কম সময় ক্ষমতায় ছিলেন তিনি। নিজের প্রতিকৃতি বাম দিকে মুখ করে রাখতে পছন্দ করতেন এডওয়ার্ড। যদিও তা ডান দিকে মুখ করে রাখার রীতি আছে। অবশ্য এবার ঐতিহ্য অনুযায়ীই মুদ্রার নকশা করা হবে। ডানদিকে থাকবে রাণিরছবি আর বামদিকে থাকবে রাজার প্রতিকৃতি। তারা একে অপরের দিকে মুখ করে থাকবেন। তবে এ প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে তা কেউ পরিষ্কার করেনি। ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি জানিয়েছেন, রানি এলিজাবেথ স্মরণে ১০ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। এর আগে কোনো কিছু বলা যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম