ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

রাজধানীতে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদানের ক্যাম্পেইন

#

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:57 AM

news image

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদানের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে রাজধানীর কয়েকটি অঞ্চলে ১ হাজার ৫০০টিরও অধিক কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। এদিন সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদানের এই কার্যক্রম পর্যায়ক্রমে দিনব্যাপী ঢাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়। আয়োজকরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় সামাজিক দায়বদ্ধতা এবং জলাতঙ্ক নির্মূলে সচেতনতার জন্য এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন সেই কার্যক্রমেরই একটা ধারাবাহিক প্রক্রিয়া।  এই আয়োজনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ, মেহেদি হাসিব, বাপ্পী খান, নিশাত তামান্না, ফয়সাল বিন আলম, সিতু, সিমান্ত, তাসিব, শুভব্রত, হাসান, লোবা।

আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জামিল হোসেন, সাবেক ছাত্রনেতা শামিম মিয়া, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রনেতা মশিউর রহমান মহান, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, মির্জা সম্রাট। ‘আমরা বিএনপি পরিবার’ থেকে উপস্থিত ছিলেন- মাসুদ রানা লিটন, ফারহান আলী সজীব, শাকিল আহম্মেদ, শাহিনুর ইসলাম রনিসহ বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম