ঢাকা ১৩ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট কপ-২৯ সম্মেলন: বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হারিছ চৌধুরীর মৃত্যু রহস্যের জট খুলল আলুর বিক্রি নেমেছে অর্ধেকে সাভারে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ ভুল-ত্রুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না: অর্থ উপদেষ্টা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি: রিজভী ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

রাঙামাটিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২১,  2:52 PM

news image

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি জেলা আওয়ামী লীগ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হয়। মঙলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক,

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের এই দিনটি কালো অধ্যায় হয়ে থাকবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর এই হত্যাযজ্ঞ চালায়। পরাজয়ের আগ মুহূর্তে চরম প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে বধ্যভূমিতে নিয়ে তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়।  দেশের জন্য শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে শহিদদের  স্মরণ করে  এক মিনিট নীরবতা পালন করেন। এসময় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।দিবসটি উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও রাঙামাটি প্রতিটি উপজেলায় স্ব স্ব উপজেলা প্রশাসন দিবস উপলক্ষে নানা আয়োজনে শহীদদের স্বরণ করে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম