ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

রাঙামাটিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২১,  2:52 PM

news image

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি জেলা আওয়ামী লীগ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হয়। মঙলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক,

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের এই দিনটি কালো অধ্যায় হয়ে থাকবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর এই হত্যাযজ্ঞ চালায়। পরাজয়ের আগ মুহূর্তে চরম প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে বধ্যভূমিতে নিয়ে তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়।  দেশের জন্য শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে শহিদদের  স্মরণ করে  এক মিনিট নীরবতা পালন করেন। এসময় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।দিবসটি উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও রাঙামাটি প্রতিটি উপজেলায় স্ব স্ব উপজেলা প্রশাসন দিবস উপলক্ষে নানা আয়োজনে শহীদদের স্বরণ করে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম