ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

রহস্যময় চরিত্র নিয়ে পর্দায় ফিরছেন জনি ডেপ

#

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  11:51 AM

news image

নতুন সিনেমায় নতুন রূপে ফিরছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। ভ্যারাইটি লিখেছে, ‘ডে ড্রিংকার’ সিনেমায় আগামীতে দেখা যাবে ডেপকে। ওই সিনেমায় অভিনেতার লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট। সেখানে দেখা গেছে কোট গায়ে একদমই নতুন লুকে দাঁড়িয়ে আছেন হলিউডের এই অভিনেতা। মাথার চুল ও দাড়ি-গোঁফ সাদা। একটি ডেস্কের ওপর বাম হাত রাখা ডেপের, আরেক হাতে ধরেছেন গ্লাস। থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করছেন ‘ফাইভ হানড্রেড ডেজ অব সামার’, ‘স্নো হোয়াইট’খ্যাত পরিচালক মার্ক ওয়েব। স্পেনে ‘ডে ড্রিংকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ চলছে। এই চিত্রনাট্যে ডেপ একটি রহস্যময় চরিত্রে অভিনয় করছেন। তাকে দেখা যাবে প্রেমিকাকে হারিয়ে যে নতুন করে জীবন শুরু করা এক মানুষ হিসেবে। যিনি অপ্রত্যাশিত এক ঘটনায় অপরাধে জড়িয়ে পড়েন।  মার্ক ওয়েব ভ্যারাইটিকে বলেছেন, জনি ডেপ, পেনেলোপে ক্রুজদের মতো অসাধারণ জুটিকে নিয়ে শুটিং শুরু করতে পেরে তিনি রোমাঞ্চিত। তিনি জানান, ভালো একটি ইউনিট নিয়ে রোমাঞ্চকর একটি গল্পের শুটিং করছি। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বহুল আলোচিত মামলায় জেতার পর ডেপের পাইরেট হয়ে ফেরার গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেই তথ্যের সত্যতা মেলেনি। মাঝের সময়টায় নানা রূপে দেখা গেছে ডেপকে। তিনি কনসার্টে গান গেয়েছেন, অ্যালবাম প্রকাশ করেছেন। নিজের আঁকা ছবি লন্ডনের ক্যাসেল ফাইন আর্টের ৩৭টি গ্যালারির মাধ্যমে বিক্রি করে মোটা টাকাও কামিয়েছেন। বছর খানেক আগে ডেপ বলেছিলেন গত কয়েক বছর তার জীবন এক ধরনের পরাবাস্তবতার মধ্য দিয়ে গেছে। তার মনে হচ্ছে, হলিউড তাকে ‘বয়কট করেছে’। এবার সেই হলিউডেই তার নতুন সিনেমার খবর আসল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম