রংপুরের বদরগঞ্জে ছট পূজা শেষে নদীতে গোসল করতে নেমে একব্যক্তির মৃত্যু
২০ নভেম্বর, ২০২৩, 10:30 PM
NL24 News
২০ নভেম্বর, ২০২৩, 10:30 PM
রংপুরের বদরগঞ্জে ছট পূজা শেষে নদীতে গোসল করতে নেমে একব্যক্তির মৃত্যু
আবুল হোসেন বাবলুঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে ছট পূজা শেষে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা গেছে, গতকাল হিন্দু ধর্মাবলম্বী (সনাতন ধর্মের) ছট পূজা ছিলো। পূজা শেষে গোসল করতে নেমে মহাদেব সিং নামের ৪৫ বছর বয়সী একব্যক্তি পানিতে তলিয়ে যায়।তাৎক্ষণিক স্থানীয় লোকজন জাল দিয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মহাদেব এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। সোমবার ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলাধীন যমুনেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। বিষয়েটি নিশ্চিত করেছেন, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আতাউর রহমান। মহাদেব শিং রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকার খোকা শিং এর ছেলে বলে জানা গেছে।