ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ারফাইটার নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন, ২০২৫,  10:41 AM

news image

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে রবিবার আগুন নেভানোর সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কোতেনাই কান্ট্রি শেরিফ অফিস রবার্ট নরিস জানিয়েছেন, একজন বন্দুকধারী কোউর ডিঅ্যালেন শহরের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে আইন প্রয়োগকারী সদস্যদের ওপর গুলি চালায়। খবর বিবিসির। শেরিফ নরিস বলেন, যখন আমরা কথা বলতে ছিলাম তখন স্নাইপার গুলি চালায়। কর্মকর্তারাও একাধিক স্থান থেকে গুলি আসার খবর জানায়। পরে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়।  এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো বলেন, তাদের সদস্যরা কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দিচ্ছে। গভর্নর ব্রাড লিটল বলেন, বন্দুকধারীর গুলিতে একাধিক ফায়ারফাইটার কর্মী আহত হয়েছেন।  এক্স পোস্টে গভর্নর বলেন, আমাদের সাহসী ফায়ার ফাইটারদের ওপর জঘন্য হামলা হয়েছে। এজন্য আমি পুরো আইডাহোর বাসিন্দাদের ভুক্তভোগী পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা এ ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।  তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে আরও বলেন, ‘যেহেতু পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে, এজন্য আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ারফাইটার কর্মীদের থেকে দূরে থাকুন এবং তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করুন।’ শেরিফ নরিস সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি না ঘটনাস্থলে একজন, দুজন, তিনজন নাকি চারজন বন্দুকধারী রয়েছে। কারণ ঘটনাস্থল কেন্দ্রীয় কোউর ডিঅ্যালেন থেকে সাড়ে ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত।  তিনিও আরও বলেন, আমরা ধারণা করছি অন্তত দুজন ফায়ারফাইটার কর্মী নিহত হয়েছে। রবিবার দুপুর ১টার পর বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ার ফাইটারদের ওপর গুলির খবর আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম