আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর, ২০২২, 10:35 AM
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র্যাপার টেকঅফকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে মিগোস ব্যান্ডের জনপ্রিয় তরুণ র্যাপার টেকঅফকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালি ভবনে তাকে গুলি করা হয়। সেখানে টেকঅফ তার চাচা ও ব্যান্ড সহযোগী কুয়াভোর সঙ্গে পাশা খেলছিলেন। পুলিশ বলছে, ৪০-৫০ জন অতিথির উপস্থিতিতে ব্যক্তিগত একটি পার্টি চলাকালে কেউ টেকঅফের ওপর গুলি চালায়। নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনলেও গুলি কে ছুড়েছে তা দেখতে পায়নি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মানুষের জটলা এবং ২০ এর কোঠার এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানিয়েছেন। তার মাথা কিংবা ঘাড়ে গুলি লেগেছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। পুলিশ তৎক্ষণাৎ র্যাপার টেকঅফকে শনাক্ত করতে পারেনি। কিন্তু টেকঅফের প্রতিনিধি পরে বার্তা সংস্থা এপিকে গুলিতে এই র্যাপারেরই মৃত্যু হয়েছে বলে জানান। তবে পুলিশ বিবিসি-কে বলেছে, তারা বিষয়টি নিহতের পরিবারকে না জানানো পর্যন্ত তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে না।