ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

যত্নে রাখুন হ্যান্ডব্যাগ

#

লাইফস্টাইল ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  11:03 AM

news image

হ্যান্ডব্যাগ এমন এক জিনিস যার ভেতর সারা পৃথিবীটায় ঢুকিয়ে ফেলা যাবে বোধহয়। আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিস যত্নে আগলে রাখতে হ্যান্ডব্যাগের জুড়ি নেই। অনেকেরই বিভিন্ন প্রয়োজনে একাধিক হ্যান্ডব্যাগ রাখতে হয়। জিনিসের ব্যবহার এক হলেও তাদের যত্ন হয় আলাদা। প্রতিটি হ্যান্ডব্যাগের পরিষ্কার করার নিয়ম ক্ষেত্রবিশেষে আলাদা। হ্যান্ডব্যাগ নিয়মিত পরিষ্কার করার কথা তো জানাই আছে। দুই তিনদিন পরপর সব চেইন খুলে ব্যাগ উলটো করে ঝেড়ে নিন। তাতে ভেতরের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। ব্যাগের ভেতরের লাইনিং এর ময়লা পরিষ্কারে লিন্ট রোলার ব্যবহার করুন।

কিন্তু বিশেষ উপাদানের ব্যাগ পরিষ্কারে কি করবেন? চলুন জেনে নেই:

চামড়ার ব্যাগ ভালোভাবে পরিষ্কারের জন্যে অ্যামোনিয়া কিংবা ব্লিচওয়ালা ক্লিনার ব্যবহার করা যাবে না। অল্প গরম পানিতে লিকুইড সাবান গুলে নিতে হবে। সেই পানিতে নরম কাপড় ভিজিয়ে নিন। কাপড়ের পানি ভালোমতো নিংড়ে ব্যাগের বাইরের দিক মুছে নিন। তারপর অল্প ভেজা কাপড় দিয়ে আবার মুছুন যাতে সাবান লেগে না থাকে। অবশেষে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিলেই ঝকঝকে হয়ে যাবে প্রিয় চামড়ার ব্যাগ।  

ক্যানভাস কিংবা কাপড়ের ব্যাগ

ক্যানভাস কিংবা কাপড়ের ব্যাগ কেনার সুবিধা হলো সহজেই ডিটারর্জেন্ট দিয়ে অন্য কাপড়ের সাথে কেঁচে নেওয়া যায়। তবে হ্যাঁ, পরিষ্কারের পর অনেকেই ব্যাগ চিপে পানি বের করেন। এমনটা ভুলেও করবেন না। বরং বাথরুমের হ্যাংগারেই ঝুলিয়ে রাখুন যাতে পানি ভালোমতো ঝরে পড়ে। অবশেষে রোদে শুকিয়ে নিন। পাটের ব্যাগের সমস্যা হলো পাটের বুননের ফাঁকে ধুলো ঢুকে দ্রুত ময়লা হয়ে যায়

পাটের হ্যান্ডব্যাগ

শখ করে পাটের হ্যান্ডব্যাগ কিনেছেন? পাটের ব্যাগের সমস্যা হলো পাটের বুননের ফাঁকে ধুলো ঢুকে দ্রুত ময়লা হয়ে যায়। সেক্ষেত্রে ভ্যাকুয়াল ক্লিনার বা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করুন। আবার আপহোল্ট্রি ব্রাশ দিয়েও পরিষ্কার করা যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম