ঢাকা ১৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ত্বকের যত্নে মধু ব্যবহার করবেন যেভাবে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার রংপুরে বালু বোঝাই ট্রাকে মিললো বিপুল পরিমাণ গাঁজা গ্রেফতার-২ নৌকাকে প্রতীকের তালিকায় রাখা যাবে না: এনসিপি বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় ঐক্যমত্য কমিশন: আলী রীয়াজ সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়াল সরকার এবার একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫১ জন

মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলার প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৩,  12:59 PM

news image

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রয়েল জিয়া। তিনি জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কিন্তু, এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। উল্লেখ্য, রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ার পর ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী ট্রেন কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে জানালায় ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেন মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম