ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

মুসলিম যুবকদের প্রতি প্রোগ্রামিং ও এআই শেখার আহ্বান

#

১৫ জুলাই, ২০২৫,  10:33 AM

news image

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ICESCO) তরুণ প্রজন্মকে আগামী বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে আধুনিক প্রযুক্তি শিক্ষার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মহাপরিচালক ড. সেলিম এম আল-মালিক মরক্কোর মারাকেশে এক আন্তর্জাতিক সম্মেলনে বলেন, ‘যারা আজ প্রস্তুতি নিচ্ছে, তারাই আগামীকালের নির্মাতা হবে।’

ড. আল-মালিক মঙ্গলবার এক বক্তৃতায় ইসলামী বিশ্বের তরুণদের প্রতি আহবান জানান, তারা যেন প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার নিরাপত্তার মতো ভবিষ্যতের ভাষাগুলো রপ্ত করে নিজেদের দক্ষ করে তোলে। তিনি বলেন, ‘শেখার কোনো শেষ নেই। প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের ভাণ্ডার আয়ত্ত করার মধ্যেই ভবিষ্যতের সাফল্য নিহিত।’

এই বক্তব্য তিনি দেন মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘মারাকেশ ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ২০২৫-এর রাজধানী’ শীর্ষক সম্মেলনে, যা ওআইসির (OIC) যুব ফোরামের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। 

গত ১ জুলাই থেকে শুরু হয়ে চলমান এই সম্মেলনে ৪৮টি ইসলামী দেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন প্রায় ২০০ তরুণ-তরুণী। সম্মেলনে বৌদ্ধিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শৈল্পিক নানা কার্যক্রমের পাশাপাশি গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা, সাংস্কৃতিক পরিচয় এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।

তরুণদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বার্তায় ড. আল-মালিক নিজের শিকড়, মাতৃভূমি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘নিজ ভূমিকে হৃদয়ে ধারণ করে চলুন, জ্ঞান ও নৈতিকতায় দৃঢ় থেকে এমন কিছু করে যান, যা এই জীবনে স্থায়ী প্রভাব ফেলবে।’ এই সম্মেলন চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম