ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কলারোয়ায় মাছ চুরি করতে নিষেধ করায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষরা চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরেই শায়িত হলেন ফরিদা পারভীন ফরিদপুরে উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর-আগুন পুলিশের বড় পদে রদবদল ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চার জনের মৃত্যু বিজিবির জরুরি বার্তা জামায়াতে ইসলামীর ৩ দিনের কর্মসূচি ঘোষণা

মুগদার সেই তরুণীকে কানাডা সরকারের হাতে তুলে দিলেন হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  3:50 PM

news image

কানাডিয়ান সেই তরুণীকে দেশটির সরকারের হাতে তুলে দিলো হাইকোর্ট। রোববার (১৭ এপ্রিল) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। তরুণীর বাবা উপস্থিত ছিলেন। এছাড়া কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহবন্দি থাকা ১৯ বছরের সেই তরুণী এসময় কানাডিয়ান হাইকমিশনে থাকবে। সেখান থেকেই সব প্রক্রিয়া শেষ করে কানাডা যাবে সে।

এর আগে কানাডিয়ান সেই তরুণীকে দূতাবাসের কাছে হস্তান্তরের জন্য কানাডা সরকারের পক্ষে আবেদন করে দুটি মানবাধিকার সংস্থা।  গত বছর কানাডা বংশোদ্ভূত ওই তরুণী বাংলাদেশে আসেন। ১৯ বছর বয়সী তরুণী মা-বাবার কাছে এসে বিপদে পড়েন। কোনোভাবেই আর তাকে কানাডা ফিরতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় পরিবার। গত ১০ মাস ধরে তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেয়ার অভিযোগ উঠে। বিষয়টি গত বছর জুলাইয়ে কানাডার দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানান সেই তরুণী। কানাডা সরকার হাইকোর্টের শরণাপন্ন হয়। সেই তরুণীকে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। সব শুনে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেন। বলেন, কাউকে নিজের মতের বিরুদ্ধে আটকে রাখা যাবে না। পরে তার মোবাইল, ল্যাপটপ ফেরত দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে তরুণীর কানাডা যাওয়ার প্রস্তুতি শুরু করার কথাও বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম