মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া
১৫ নভেম্বর, ২০২৫, 11:09 AM
NL24 News
১৫ নভেম্বর, ২০২৫, 11:09 AM
মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া
টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের আসর। গত মঙ্গলবার থেকেই জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। আগামী ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, তিনি টপ-২০ এর তালিকায় পৌঁছতে চান। এ জন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট করা যাবে। উল্লেখ্য, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তার যাত্রাকে দিয়েছে আরও গাঢ়তা।