ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

মিশরে ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ, ১৯ শ্রমিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২৫,  11:03 AM

news image

মিশরে শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই কিশোরী। স্থানীয় কর্মকর্তাদের বরাতে শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কায়রোর উত্তরে মেনুফিয়ায় নীল নদের ডেলটা প্রদেশের আশমাউন শহরের একটি আঞ্চলিক সড়কে স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) ভোরে এ সংঘর্ষ ঘটে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আখবার আল-ইয়ুম বলছে, শ্রমিকরা তাদের নিজ গ্রাম কাফর আল-সানাবসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।  রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আল-আহরাম প্রকাশিত নাম এবং বয়সের তালিকা অনুসারে, বেশিরভাগ শ্রমিকই কিশোর ছিল—যাদের মধ্যে দুজন মাত্র ১৪ বছর বয়সি। সরকারি পরিসংখ্যান অনুসারে, মিশরে প্রায় ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো না কোনো ধরনের শিশুশ্রমে নিযুক্ত রয়েছে। প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হয় গ্রামীণ এলকার অপ্রাপ্তবয়স্ক শ্রমিকেরা। মিশরের শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, শুক্রবারের দুর্ঘটনায় মাত্র তিনজন বেঁচে গেছেন এবং তাদের জেনারেল আশমাউন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মিশরের শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ৪ হাজার ডলার) পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।  এছাড়া আহতদের ২০ হাজার মিশরীয় পাউন্ড (৪০০ ডলার) দেওয়া হবে। মেনুফিয়া প্রাদেশিক গভর্নর ইব্রাহিম আবু লেইমন বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।  তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিবেগই এর মূল কারণ হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম