নিজস্ব প্রতিনিধি
২০ জানুয়ারি, ২০২৬, 10:53 AM
মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেলা কান্দি এলাকায় যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. বাসির আহমেদ। অভিযানে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ডুমাইন ইউনিয়নের ভেলা কান্দি এলাকায় মাদক লেনদেন চলছিল। এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে বাসির আহমেদকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সূত্র মতে আরও জানা যায়, অবৈধ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে। অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।