নিজস্ব প্রতিনিধি
২৯ জানুয়ারি, ২০২৬, 10:50 AM
এনআইডি নিয়ে স্বল্পমূল্যে পণ্য বিক্রির অভিযোগ, জামায়াত সমর্থককে জরিমানা
লক্ষ্মীপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে মানুষের কাছে স্বল্পমূল্যে পণ্য বিক্রির অভিযোগে আমির হোসেন নামের জামায়াতের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। পাশাপাশি তার মালামালও জব্ধ করে ভ্রাম্যমাণ আদালত। তবে স্থানীয় সূত্র জানায়, স্বল্পমূল্যে পণ্য পেতে আগেই এনআইডির ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। সম্প্রীতি কোনো আইডি কার্ড নেননি আমির। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, ‘এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে কোনো দলের পক্ষে স্বল্পমূল্যে পণ্য বিক্রির সুযোগ নেই। কিন্তু আমির হোসেন এনআইডি নিয়ে স্বল্পমূল্যে বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি করছিলেন। এতে অন্যান্য রাজনৈতিক দলের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অপ্রীতিকর ঘটনা ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভোটারদের প্রভাবিত করার যেকোনো চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে আমির হোসেন বলেন, ‘স্মার্ট এগ্রো ডেইলি শপের চন্দ্রগঞ্জের পরিবেশক আমি। চন্দ্রগঞ্জের ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে এ শপের পণ্য বিক্রির দায়িত্ব আমার। ২ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়। আমি কয়েকটি ওয়ার্ডে কাজ শুরু করেছি। দিঘলী পণ্য বিক্রি করতে এলে বিএনপির লোকজন বাধা দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসে আমাকে জরিমানা ও আমার মালামাল জব্দ করেছেন। নির্বাচনের পর মালামাল দিয়ে দেবেন। জামায়াতে আমার কোনো পদ পদবী নেই। তবে আমি জামায়াতের সমর্থক।’