ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৩২ বস্তা টাকা, চলছে গণনা ট্রাম্প আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ: মার্কিন আদালত জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০ বিদেশে ছাপা হবে ৬০০ কোটি টাকার পাঠ্যবই রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মত্যু কিশোর গ্যাং ঠেকানোর কার্যকর উদ্যোগ নেই রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

ভোটের আগে বড় রদবদল মাঠ প্রশাসনে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৫,  10:54 AM

news image

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টার এ বক্তব্যের দিনেই মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এসেছে। অন্যান্য পদেও পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হয়েছে। ৬ জেলায় নতুন ডিসি ও ৭ জেলায় নতুন এসপি বদলি করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় ডিসি ও এসপি পদে পরিবর্তন আসার কথা রয়েছে।

নির্বাচন ছাড়াও মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখেন। আইনশৃঙ্খলা নিশ্চিত করার সরাসরি দায়িত্বে থাকেন এসপিরা। নির্বাচনে ডিসি ও এসপির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। গতকাল যে ৬ জেলায় নতুন ডিসি পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা।

এ ছাড়া সাতটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ছয়জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত ডিসি পর্যায়ে নতুন মুখ দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় নতুন মুখ আসবে। একই দিনে এসপি পদে পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হয়েছে। নির্বাচন সামনে রেখে এই ডিসি-এসপিরা মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করবেন। পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও পরিবর্তন আসতে পারে।

গতকাল পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়া, কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনা এবং মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানাকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে ও খুলনার ডিসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে বদলি করা হয়েছে।

একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনার এসপি, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাটের এসপি, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মেনহাজুল আলমকে নরসিংদীর পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসীমউদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নড়াইলের পুলিশ সুপার ও হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার করা হয়েছে।

একই দিনে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে বেশ কয়েকটি রদবদল হয়েছে। আবার গতকালই পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত অতিরিক্ত আইজি (গ্রেড-২) মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) করা হয়েছে।

গতকাল কক্সবাজারে প্রধান উপদেষ্টা বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে; এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

নির্বাচন ছাড়াও জেলায় ডিসি-এসপিদের অনেক ধরনের দায়িত্ব রয়েছে। সরকারের প্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা সমন্বয়সহ জেলার প্রায় সব সরকারি কাজের কেন্দ্রবিন্দুতে থাকেন ডিসিরা। এসব পদের দায়িত্বে যারা থাকবেন, তাদের ওপরই জেলার অনেক কিছু নির্ভর করবে। সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলাপর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ডিসিরা ২৫ ও ২৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

বর্তমানে ২৪তম, ২৫তম এবং ২৭তম বিসিএসের কর্মকর্তারা জেলা প্রশাসক পদে দায়িত্বে আছেন। এর মধ্যে ২৪ ও ২৫তম বিসিএসের কর্মকর্তারা বিগত বিএনপি নেতৃত্বাধীন সরকারের (২০০১-০৬) আমলে চাকরিতে যোগ দিয়েছিলেন। এক-এগারোর পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের (২০০৭-০৮) আমলে ২৭তম বিসিএসের কর্মকর্তারা চাকরিতে যোগ দিয়েছিলেন। মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে যোগ্য কর্মকর্তাদের পদে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। এবার নতুন করে ২৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কিছুসংখ্যক কর্মকর্তাকে ডিসি পদে নিয়োগের চিন্তাভাবনা চলছে। গত ১৬ বছর মানুষ ভোট দেখেনি। ছিল লোকদেখানো নির্বাচন। আগামী নির্বাচনে ভোটারদের যেন একটি ভালো অভিজ্ঞতা হয়, সে জন্য মাঠ প্রশাসন সাজানোর চেষ্টা করছে বর্তমান সরকার। কিন্তু প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে দক্ষতার পরিচয় দিচ্ছে না, সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে- এমন ধারণা অনেকেরই।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিঞা আমাদের সময়কে বলেন, ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আশা ছিল নিরপেক্ষভাবে প্রশাসন চলবে। বাস্তবতা হচ্ছে, অতীতের যে কোনো সময়ের তুলনায় প্রশাসন অনেকটাই ভঙ্গুর। বোঝা যাচ্ছে, সাহসিকতার সঙ্গে কাজ করতে পারছেন না ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষেত্রবিশেষে দক্ষতার পরিচয় দিচ্ছেন না তারা। এখন মনে করা হচ্ছে, রাজনৈতিক সরকার এলে প্রশাসনে সুদিন ফিরবে। আসলে কী দাঁড়ায় তা সময় বলে দেবে। শুধু একটা বিষয় মনে রাখা দরকার, প্রশাসন হওয়া উচিত শক্তিশালী।

সংশ্লিষ্টরা জানান, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতি হয়েছিল। বিপুলসংখ্যক তরুণ ভোট দিতে পারেননি। এবার অনেকেই প্রথমবার ভোট দেবেন। ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের পৃথক ভোটার তালিকা ও আলাদা ভোটিং বুথ নিয়ে ভাবা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা দরকার। এর অংশ হিসেবে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। তাই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও পদে পরিবর্তন আসছে পর্যায়ক্রমে। গতকাল ৬ জন ডিসি ও ৭ জন এসপি পদায়নের মধ্য দিয়ে প্রক্রিয়াটি দৃশ্যমান হলো। এবার হবিগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ঝিনাইদহ, পঞ্চগড়, মাগুরা, সাতক্ষীরা, ঝালকাঠি, নোয়াখালী, চাঁদপুর, পিরোজপুর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ঢাকা, মাদারীপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ ও জয়পুরহাট জেলার ডিসি পদে পরিবর্তন আসতে পারে। পর্যায়ক্রমে ৬৪ জেলার প্রশাসক ও পুলশ সুপার পদেই রদবদল হবে।

পুলিশে বড় রদবদল

পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৫২ কর্মকর্তাকে গতকাল বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারাও আছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী অতিরিক্ত আইজিপি হিসেবে চলতি দায়িত্বে থাকা ১০ জনকে একই জায়গায় অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের পুলিশ কমিশনারও রয়েছেন। এ ছাড়া সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া ছয়জন অতিরিক্ত আইজিপিকে তাদের বর্তমান কর্মস্থলেই রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নতুন অতিরিক্ত আইজিপি প্রশাসন করা হয়েছে পুলিশ টেলিকমের এ কে এম আওলাদ হোসেনকে।

পৃথক আদেশে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. জিল্লুর রহমানকে ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। একই পদে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সারদা পুলিশ একাডেমির ডিআইজি ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে রেলওয়ে পুলিশের ডিআইজি, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি), আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. আবুল খায়েরকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি), রেলওয়ে পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এবং খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসবির ডিআইজি মীর আশরাফ আলীর বদলির আদেশ বাতিল করে তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে বহাল রাখা হয়েছে। এসবির ডিআইজি শামীমা বেগমকে সারদা পুলিশ একাডেমির ডিআইজি, পিবিআইয়ের ডিআইজি মো. সায়েদুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আবুল কালাম আজাদকে পিবিআই ঢাকা মেট্রোতে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সূত্র : আমাদের সময়

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম