সংবাদ শিরোনাম

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৫, 3:08 PM

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রোডম্যাপ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে এক অনুষ্ঠানে এ রোডম্যাপ প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রোডম্যাপে বলা হয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করা, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণসহ ২৪টি অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আর এর আগে, তফসিল ঘোষণা করা হবে ২০২৫ সালের ডিসেম্বরের প্রথমার্ধে।
সম্পর্কিত