সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর, ২০২২, 10:16 AM
ভারতে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২
ভারতের বিহারে একটি ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) রাতে রাজ্যটির উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, দেবতার কাছে প্রার্থনার জন্য ধর্মীয় একটি শোভাযাত্রা রাস্তার পাশে জড়ো হলে দ্রুতগামী একটি ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত চারজন শিশু রয়েছে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্পর্কিত