ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ভারতকে আর ছাড় নয়: মহসিন নাকভি

#

২৫ আগস্ট, ২০২৫,  2:33 PM

news image

রাজনৈতিক টানাপড়েনের কারণে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। কেবল আন্তর্জাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায়। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বিশেষ করে পহেলগাম হামলার পর ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দেয়, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেটে আর অংশ নেবে না তারা। তবে আইসিসির আয়োজিত টুর্নামেন্টে ম্যাচ পড়লে তাতে কোনো আপত্তি নেই ভারতের। এবার ভারতের এমন নীতির কড়া সমালোচনা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তান আর ভারতকে ছাড় দেবে না এবং সিরিজ আয়োজনের জন্য অনুরোধও করবে না।  রোববার (২৪ আগস্ট) লাহোরে সংবাদ সম্মেলনে নাকভি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। যখনই আলোচনা হবে, তা সমান অবস্থান থেকে হবে। যা হবে, তা সমতার ভিত্তিতেই হবে। তিনি আরও যোগ করেন, পাকিস্তান আর কখনোই দুর্বল অবস্থান থেকে আলোচনায় যাবে না। দুই দেশের বৈঠক বা সিরিজ আয়োজন হলে তা কেবল সমান অধিকার ও সম্মানের ভিত্তিতেই হবে। ভারত-পাকিস্তানের সম্পর্কের চলমান টানাপড়েনের মধ্যেই পিসিবি সভাপতির এই কঠোর মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম