NL24 News
৩০ ডিসেম্বর, ২০২৫, 2:23 PM
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরগুনার বামনা উপজেলায় কুরআন খতম, দোয়া মাহফিল ও শোক ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বামনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বামনা উপজেলা বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির মিডিয়া সেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার ও কারাবাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো দেশ ত্যাগ করেননি। রাষ্ট্র ও দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও প্রভাবশালী। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক ও সমবেদনা প্রকাশ করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। দোয়া ও শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ আকন রানা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরীফ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।