আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর, ২০২২, 2:02 PM
বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যু
৯৯ বছর বয়সী প্রিসিলা সিতিনেই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। সম্প্রতি এই বয়স্ক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কেনিয়ায় নিজ বাড়িতে প্রিসিলার মৃত্যু হয়েছে বলে তার নাতি নিশ্চিত করেছেন। খবর বিবিসি। ১২ বছর বয়সী সহপাঠীদের সঙ্গে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রিসিলা। তবে এরই মধ্যে গত বুধবার বিদ্যালয়ে যাওয়ার পর প্রিসিলার স্বাস্থ্যগত জটিলতা শুরু হয়। তাকে নিয়ে ফরাসি চলচ্চিত্র নির্মিত হয়েছে।
ওই চলচ্চিত্র ইউনেস্কোর ব্যাপক প্রশংসা অর্জন করে। এ বিষয়ে প্রিসিলা ইউনেস্কোকে বলেন, বিশ্বের যেসব মেয়ে বিদ্যালয়ে যায় না, তাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতে চাই। কারণ শিক্ষা ছাড়া আপনার ও একটি মুরগির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। প্রিসিলা ২০১০ সালে স্থানীয় লিডারস ভিশন প্রিপারেটরি স্কুলে ভর্তি হন। তিনি ৬৫ বছর ধরে নিজ গ্রাম দালাতের রিফট ভ্যালি এলাকায় ধাত্রী হিসেবে সেবা দিয়েছেন। স্কুলে যারা তার সহপাঠী ছিল, তাদের অনেকের জন্মই প্রিসিলার হাতে হয়েছে। বিদ্যালয়ে ভর্তির সময় শুরুতে বয়স বিবেচনায় ফিরিয়ে দেওয়া হয়েছিল প্রিসিলাকে। কিন্তু পড়ালেখা শেখার জন্য তার দৃঢ় প্রচেষ্টা দেখে শেষমেশ বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রাথমিক শাখায় ভর্তি করে নেয়। প্রিসিলার মৃত্যুতে ‘গোগো’ সিনেমার সহস্ক্রিপ্ট লেখক প্যাট্রিক পেসিস শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, নারীশিক্ষা নিয়ে তার বার্তা অমর হয়ে থাকবে।