ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

বিশ্বের '৮০০ কোটিতম' শিশু ভিনিস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  10:27 AM

news image

জাতিসংঘের তথ্য মতে গতকাল মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছেছে। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ধরিত্রির জনসংখ্যা দাঁড়ায় ৮০০ কোটি ২৮ হাজার জনে। সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মধ্যম আয়ের দেশগুলো, প্রধানত এশিয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি।  মঙ্গলবারের বিশেষ এই দিনটিতে ভূমিষ্ঠ হয়ে ৮০০ কোটিতম (প্রতীকী) শিশুর স্বীকৃতি পেল এক মেয়েশিশু। নাম তার ভিনিস মাবাসাং। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার তোন্দো শহরে জন্ম হয় ভিনিসের।  ডক্টর জোস ফাবেলা মেমোরিয়াল নামক একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জন্ম নিয়েছে ভিনিস। বিশেষ ক্ষণে জন্ম নেওয়ায় ভিনিস পেয়েছে অন্যরকম এক অভ্যর্থনা। ফিলিপাইনের জনসংখ্যা ও উন্নয়ন কমিশন শিশুটির জন্ম উদযাপন করে।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিনিস ও তার মায়ের ছবি প্রকাশ করে তারা। ফেসবুক পোস্টে লেখা হয়, ‘ম্যানিলার তোন্দোতে একটি মেয়েশিশুর জন্মের মাধ্যমে জনসংখ্যার আরেকটি মাইলস্টোনে পৌঁছেছে বিশ্ব। বিশ্বের ৮০০ কোটিতম মানুষের (প্রতীকী) শহর হলো ম্যানিলা।’  এর আগে বিশ্বের ৭০০ কোটিতম শিশু হিসেবে আলোচনায় আসে বাংলাদেশের সাদিয়া সুলতানা ঐশীর নাম। ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের আশার আলো হয়ে ২০১১ সালে জন্ম সাদিয়ার। সাদিয়ার বয়স এখন ১১ বছর।  জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘এই মাইলফলকটি বৈচিত্র্য এবং অগ্রগতি উদযাপনের একটি উপলক্ষ, পৃথিবী নামক গ্রহটির জন্য মানবতা ভাগাভাগি করার দায়িত্বের কথা বিবেচনা করে।’ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানে জন্ম হার ক্রমাগত হ্রাস পাচ্ছে। জনসংখ্যার হার কমায় চীন একন তার এক শিশু নীতি কর্মসূচি বদলাচ্ছে এবং গত বছর পরিবারগুলোকে দ্বিতীয় এবং এমনকি তৃতীয় সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।  সূত্র: এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম