ঢাকা ১৩ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট কপ-২৯ সম্মেলন: বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হারিছ চৌধুরীর মৃত্যু রহস্যের জট খুলল আলুর বিক্রি নেমেছে অর্ধেকে সাভারে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ ভুল-ত্রুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না: অর্থ উপদেষ্টা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি: রিজভী ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  11:59 AM

news image

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির করা বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী সানজিদা ইসলাম ছোঁয়া। এ তালিকায় আরও আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা, পপ তারকা বিলি আইলিশ, ভারতের অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। যেসব নারী সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করছেন তাদের ২০২২ সালের এই তালিকায় স্থান দিয়েছে সংবাদমাধ্যমটি। এটি এ তালিকার দশম সংস্করণ। এ তালিকায় আগে যারা স্থান পেয়েছেন তারও এ বছরের তালিকা তৈরিতে মতামত দিয়েছেন। সানজিদা ইসলাম ছোঁয়া পড়াশোনা করছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে। অষ্টম শ্রেণির ছাত্রী থাকাকালে ২০১৪ সালে তিনি তার ছয় সহপাঠীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন।  বিবিসি জানিয়েছে, বাংলাদেশে বাল্যবিয়ের হার অনেক বেশি। সানজিদায় এ পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছেন। সানজিদা  মায়েরও বিয়ে হয়েছিল অল্প বয়সে। স্কুলে বাল্যবিবাহের প্রভাব নিয়ে একটি প্রেজেন্টেশন দেখে বাল্যবিবাহ প্রতিরোধে সানজিদা কাজ করতে আগ্রহী হন। সানজিদা, তার বন্ধু, শিক্ষক ও সহযোগীরা নিজেদের ঘাসফড়িং হিসেবে পরিচয় দেন। বাল্যবিয়ের কোনো ঘটনা জানলে তারা পুলিশকে জানান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও সানজিদা ঘাসফড়িংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০টি বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রেখেছে ঘাসফড়িং।বিবিসির এ তালিকায় তৃণমূলের স্বেচ্ছাসেবক থেকে বিশ্বের প্রভাবশালী নেতারাও আছেন। তালিকায় আরও আছেন অধিকার কর্মী সেলমা ব্লেয়ার, হলিউড আইকন রিতা মরিনো, ইরানের পর্বতারোহী এলনাজ রেকাব, তিউনিসিয়ান টেনিস স্টার ওন্স জাবিয়ার, বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রী মিয়া মোটলি, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিকি লি, ব্রাজিলের জলবায়ু কর্মী, সাংবাদিক এলিস পাতাক্সো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম